“অর্ধ সত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর

অর্ধ পঠন না পড়ার চেয়েও ভয়ঙ্কর”

 

ইসলাম ও মুসলিম

ইসলাম অর্থ শান্তি, কথাটি সত্যি নয়। এর শাব্দিক অর্থ বিবেচনা করলে হবে না, বিবেচনায় আনতে হবে রুপক বা প্রকৃত অর্থ। ইসলাম শব্দের অর্থ শান্তি এ কথা কোথাও লেখা নেই। (যুক্তি) সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি নয়। যখন কেউ ইসলাম গ্রহন করে বা ঈমান আনে সে তখন থেকে শান্তি পায় না। সে ইসলাম যখন পরিপূর্ন ভাবে  পালন করে তখন সে শান্তি পায়। এখন কিভাবে ইসলাম অর্থ শান্তি হয়। কথাটি এমন

ইসলাম শান্তি নয়, ইসলাম পালনকারী শান্তি পায়। ইসলাম বলতে মানুষ যা  বোঝায় আসলে তা নয়।

ইসলামের প্রকৃত অর্থ হলো আনুগত্য করা। এই আনুগত্যের মধ্যে শান্তি রয়েছে। দুনিয়া আরামের জায়গা নয় ,তাই নিজের কী ভালো লাগলো সেটা ব্যাপার না। প্রভুর কী আদেশ সেটা ব্যাপার। কিছু ইসলাম বিদ্বেষী ক্ষমতা ধারী মানুষের চক্রান্তে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে, ইসলামের ভুল অর্থে কী চক্রান্ত থাকতে পারে? এটা একটা শূক্ষ পরিকল্পনা। শান্তি শান্তি বলে মানুষ কে দমিয়ে রাখার চেষ্টা। মানুষ কে দমিয়ে রেখে ইসলামের ক্ষতি করে যাবে, আর শান্তি প্রিয় হয়ে মুসলিম নিড়ব দর্শক হয়ে থাকবে। কিন্তু বিশ্বাস ঘাতকেরা জানে না,

 

                               “নিশ্চই আল্লাহ্‌ তা’আলা উত্তম পরিকল্পনাকারী