Note: As a father, as a teacher, as a commander, as a law giver, as a law maker, as a reformer of the society, as a messenger. Mohammad (SA) is the Super man in the world.
আমরা যদি কোরআন কে
জিজ্ঞাস করি, আমার নবী, সবার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পরিচয় তুলে ধরো।
তাহলে কোরআন একের পর এক তুলে ধরবে,
[কোরআন ১ম পরিচয়
দেবে আমার নবী রাসুলুল্লাহ। (সাঃ)। আল্লাহর বার্তা বাহক। (কিন্তু আমার নবী নিজেকে
রাসূল বলার আগে আল্লাহ্র গোলাম বলে পরিচয় দিতেন।] (কী বিনয়)।আমাদের মধ্যে বিনয়ের বড় অভাব।আমরা একে
অপরকে শ্রদ্ধা করি না। আল্লাহ্র হাবীব যখন আল্লাহ্র নিকট দোয়া করতেন, তিনি এতটা
বিনয়ি হয়ে দোয়া করতেন। তিনি বলতেন আমি আপনার গোলাম,আমি গোলাম এর ঘরের গোলাম।
আল্লাহ্ তা’আলা আরো একটা উপাধি প্রিয় নবীকে দিয়েছেন তা হলো হাবিবুল্লাহ, এত বড়
উপাধি আর কাউকে দেয় নি। আরেকটা উপাধি দিয়েছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রহিম (আঃ)
কে তা হলো খলিলুল্লাহ। হাবীব মানেও বন্ধু খলিল মানেও বন্ধু,কিন্তু খলিল মানে এমন
বন্ধু যে বন্ধু আল্লাহ্র খুশির জন্য কাজ
করে আর হাবীব মানে এমন বন্ধু যাকে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ্ নিজেই কাজ করে।
তিনি হাবিবুল্লাহ, এত মরযাদা থাকার পরও তিনি সবার আগে নিজেকে আল্লাহ্র গোলাম বলে
পরিচয় দিতেন। আর আমরা এত দাপট দেখাই।
[কোরআন ২য় পরিচয়
দেবে, তিনি শেষ রাসূল। মুহাম্মদ (সাঃ) কোনো ছেলেদের পিতা নন। তিনি হলেন শেষ রাসূল।
নবী আসার যে ধারাবাহিকতা আদম (আঃ) থেকে শুরু হয়ে ছিল তা মুহাম্মদ (সাঃ) পৃথিবিতে
আসার মাধ্যমে শেষ হয়েছে।]
[কোরআন ৩য় পরিচয়
দেবে, যদিও তিনি রাসূল ও শেষ রাসূল কিন্তু তিনি মানুষ ছিলেন।] আমাদের মতো সাধারন
মানুষ নয় অসাধারন মানুষ। যদিও তিনি মানব কিন্তু সাধারন মানব নয়,মহামানব। যদিও তিনি
নবী কিন্তু সাধারন নবী নয়,মহানবী।
0 Comments